শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

‘ডানজন অ্যান্ড ড্রাগনস’ গেম নিয়ে ফিল্মে হিউ গ্রান্ট এবং সোফিয়া লিলিস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২১, ১২:০২ এএম

প্যারামাউন্ট পিকচার্সের বিনিয়োগে ফ্যান্টাসি রোল-প্লেয়িং ভিডিও গেম ‘ডানজন অ্যান্ড ড্রাগনস’ নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রে অভিনয় করবেন হিউ গ্রান্ট এবং সোফিয়া লিলিস। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করবেন ক্রিস পাইন, মিশেল রডরিগেজ, রেজি-জিন পেইজ এবং জাস্টিস স্মিথ। চলচ্চিত্রটির প্লট গোপন রাখা হলেও জানা গেছে গ্রান্ট ভিলেন ফর্জ ফ্লেচারের ভূমিকায় অভিনয় করবেন এবং লিলিস অভিনয় করবেন ডোরিকের ভূমিকায়। ‘ডানজন অ্যান্ড ড্রাগনস’ ভিডিও গেমটির পরিচিতি এর ওয়ার গেম, গুপ্তধন সন্ধান, যুদ্ধের প্রয়াস, বন্ধুত্ব এবং সম্পদের হাত বদলের জন্য। বহু মাত্রার ডাইস দিয়ে এই গেমটি খেলা হয় এবং তা তদারক করে ডানজন মাস্টার নামের পরিচালক। ‘গেম নাইট’ নির্মাতা জনাথান গোল্ডস্টাইন এবং জন ফ্রান্সিস ড্যালি চলচ্চিত্রটি পরিচালনা করবেন মাইকেল জিলিও’র খসড়া করা কাহিনীর ওপর ভিত্তি করে লিখিত চিত্রনাট্য অবলম্বনে। প্যারামাউন্ট হ্যাসব্রো এ ইওয়ানের সঙ্গে ‘ডানজন অ্যান্ড ড্রাগনস’ ফিল্মটি প্রযোজনা এবং নির্মাণে বিনিয়োগ করবে। আগামী বছর মে মাসে ফিল্মটি মুক্তি পাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন