শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

রাজধানীতে শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ১২:১৮ পিএম | আপডেট : ১২:৩৯ পিএম, ১৬ মার্চ, ২০২১

বকেয়া বেতন না দিয়ে হঠাৎ করে কারখানা বন্ধ করে দেয়ার প্রতিবাদে মঙ্গলবার সকালে রাজধানীর তিব্বত মোড়ে বিক্ষোভ করেছেন কারখানা শ্রমিকরা।

অ্যাপারেল স্টিচ লিমিটেডের কয়েক শত শ্রমিক রাস্তায় নেমে এসেছে। এতে ওই এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভরত শ্রমিকদের পুলিশ সরে যেতে বললে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে নারীসহ বেশ কয়েকজন শ্রমিক আহত হয়।

শ্রমিকরা জানিয়েছে, সোমবার বেতন দিয়ে একদিনের নোটিশে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। তারা মালিকের সঙ্গে কথা বলতে চান। মালিকরা না আসলে তারা রাস্তা থেকে সরবেন না।

শ্রমিকরা বলেন, আমরা আমাদের নায্য পাওনা চাই। বেশিও চাই না, কমও নিবো না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন