মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচিতে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে।
বুধবার সকালে বগুড়া সদরের কৈচড় বাজারে এই চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। সেখানে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বীর আমীর হামজা ও উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক।
জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম জানান, বগুড়া জেলায় এ বছর ১ লাখ ৫৩ হাজার পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। মার্চ এপ্রিল, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই ৫ মাস চাল বিতরন কার্যক্রম চলবে। বগুড়ার ১২ উপজেলায় ২৮৩ জন ডিলার এই চাল বিতরন কার্যক্রমে নিযোজিত রয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন