খুব শখ করে গ্রামের বাড়ির সামনেই মওদুদ আহমদ বানিয়েছিলেন ‘হোয়াইট হাউজ’। যার সামনেই রয়েছে বাবা মাওলানা মমতাজ উদ্দিন ও মা আম্বিয়া খাতুনের কবর।
শুক্রবার (১৯ মার্চ) সেখানেই ৩ নম্বর কবর প্রস্তুত করা হয়েছে বরেণ্য রাজনৈতিক ব্যারিস্টার মওদুদ আহমদের জন্য।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা সিরাজপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের বাড়িতে কেউ থাকেন না। তবে কখনো বাড়িতে আসলে মওদুদ আহমদ নিজের তৈরি হোয়াইট হাউজেই থাকতেন।
এই বাসভবনের সামনে রয়েছে মাদরাসা ও মসজিদ। মসজিদের পাশেই কবরস্থান।
মওদুদ আহমদ নোয়াখালী-৫ (কোম্পানরগঞ্জ ও কবিরহাট) আসনের পাঁচবারের সংসদ সদস্য ছিলেন। তিনি ১৯৪০ সালের ২৪ মে জন্মগ্রহণ করেন।
বিখ্যাত এ আইনজীবী গত মঙ্গলবার (১৬ মার্চ) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি এক স্ত্রী ও এক কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন