শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বই মেলায় অভিনেত্রী ভাবনার উপন্যাস ও কবিতা গ্রন্থ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২১, ১২:০২ এএম

টিভি অভিনেত্রী আশনা হাবিব ভাবনা অভিনয়ের পাশাপাশি একজন নৃত্যশিল্পী এবং চিত্রশিল্পী। তার আঁকা ছবি লাখ টাকাতেও বিক্রি হয়েছে। তবে লেখক হিসেবেও তার পরিচিতি রয়েছে। ‘গুলনেহার’ ও ‘তারা’ নামে দুটি উপন্যাস ইতোমধ্যে প্রকাশিত হয়েছে তার। এবারের বইমেলায়ও তার একটি নতুন উপন্যাস প্রকাশিত হচ্ছে। উপন্যাসটির নাম ‘গোলাপী জমিন’। একইসঙ্গে প্রকাশিত হচ্ছে তার প্রথম কবিতার বই ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিল না’। বইটিতে মোট ৫০টি কবিতা স্থান পেয়েছে। ভাবনা জানান কবিতা গ্রন্থে তিন বছর আগে লেখা কিছু কবিতা এবং নতুন কিছু কবিতা স্থান পেয়েছে। আমি আমার অনূভূতিগুলো লিখতে চেয়েছি কাব্যের আশ্রয়ে। আশা করছি, পাঠকদের কাছে তা উপভোগ্য হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন