নানা দাবিতে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশের রাজপথ। এর মধ্যে জেরুজালেমে ইসরাইলবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশের চলমান রাজনৈতিক সমস্যা সমাধান ও অর্থনৈতিক উন্নতির দাবিতে বিক্ষোভ হয়েছে লেবাননে। এ ছাড়া বিক্ষোভ হয়েছে স্পেন, আলজেরিয়ায়। শুক্রবার সকাল থেকেই পূর্ব জেরুজালেমে ইসরাইলবিরোধী বিক্ষোভ শুরু করেন ফিলিস্তিনিরা। বেশ কয়েকটি পরিবারকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে ইসরাইলে আদালতের এমন আদেশের প্রতিবাদে বিক্ষোভে নামে মানুষ। এ সময় নিরাপত্তা বাহিনী বাধা দিলে শুরু হয় সংঘাত। বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। বিক্ষোভকারীরা বলেন, অন্যায়ভাবে তাদেরকে বাড়ি ছাড়তে বলা হয়েছে। একজন প্রতিবেশী হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা এর তীব্র প্রতিবাদ জানায়। এদিন বিক্ষোভ হয়েছে লেবাননের রাজধানী বৈরুতে। দেশের চলমান সংকট নিরসনে একটি অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ। গত আগস্টে ভয়াবহ বিস্ফোরণের পর থেকেই রাজনৈতিক অস্থিরতা চলছে দেশটিতে। ওই বিস্ফোরণে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়। আন্দোলনকারীরা জানান, আমরা আমাদের বিক্ষোভ অব্যাহত রাখব। আমরা চাই আমাদের দেশ আবার আগের মতো হোক। সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত অন্য কেউ দায়িত্ব নিক। এদিকে উবারের বিরুদ্ধে অভিনব বিক্ষোভ করেছে স্পেনের বার্সেলোনার শত শত ট্যাক্সিচালক। রাস্তায় একসঙ্গে ট্যাক্সি নিয়ে বিক্ষোভ করেন তারা। চালকদের দাবি করোনার কারণে এমনিতেই অনেক বিপদে আছেন তারা। এর মধ্যে নতুন করে উবার আসায় যাত্রী পাওয়া কঠিন হবে তাদের জন্য। গত সপ্তাহে শহরটিতে নিজেদের কার্যক্রম শুরু করে মার্কিন কোম্পানিটি। সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে আলজেরিয়াতেও। শুক্রবার বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে আলজিয়ার্সে বিক্ষোভে নামে দেশটির সাধারণ মানুষ। যত দিন পর্যন্ত সরকার ক্ষমতা না ছাড়বে তত দিন পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন