শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ছবিও আঁকেন পড়শী

প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার মাধ্যমে সঙ্গীতাঙ্গনে তারকাখ্যাতি পেয়েছেন সাবরিনা পড়শী। কিছুদিন আগে নায়িকাও হয়েছেন। অভিনয় করছেন মেন্টাল নামে একটি চলচ্চিত্রে। বিজ্ঞাপনেও মডেল হয়েছেন। এছাড়া নিয়মিতই মিউজিক ভিডিওর মডেল হচ্ছেন। এবার নতুন পরিচয় পাওয়া গেল। নিজেই তার এই পরিচয় ফেসবুকে তুলে ধরেছেন। সেখানে দেখা যায় পড়শী ছবি আঁকছেন। অর্থাৎ তিনি চিত্রশিল্পীও বটে। পড়শী জানান, ছবি আঁকি নিজের ভালো লাগা থেকে। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালো লাগে। মাঝে মাঝেই রঙ-তুলি নিয়ে ছবি আঁকতে বসি। আমার কয়েকটা ভালো লাগার কাজের মধ্যে ছবি আঁকা একটি। তিনি জানান, নিজে নিজেই ছবি আঁকা শিখেছি। যা ইচ্ছে করে রঙ-তুলিতে সেটা আঁকার চেষ্টা করি। তবে সঙ্গীত আমার মূল মাধ্যম। অন্য যা-ই করি না কেন সঙ্গীতকে ঠিক রেখে করবো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন