বিনোদন ডেস্ক : বিশ্বসংগীতে তিন গানের অ্যালবামকে সাধারণত ইপি (এক্সটেন্ডেড প্লে) বলা হয়। যে ধারা সম্প্রতি বাংলাদেশেও চালু হয়েছে। সেই সূত্রে এবারই প্রথম ইপি অ্যালবাম নিয়ে ঈদে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান। অ্যালবামটির নাম ‘প্রেমানুভ‚তি’। গানগুলোর সুর করেছেন বেলাল নিজেই। লিখেছেন প্রদীপ সাহা ও সোমেশ্বর অলি। সিএমভির ব্যানারে নির্মিত এই বিশেষ ইপি অ্যালবাম শিগগিরই প্রকাশ পাচ্ছে রবি-ইয়োন্ডার মিউজিক অ্যাপ-এ। অ্যালবামের একটি গানে বেলালের সঙ্গে গেয়েছেন কোনাল। বেলাল খান বলেন, ‘আমাদের এখানে ইদানীং ইপি অ্যালবাম বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আমিও এবার সেই ধারায় যোগ দিলাম। আমার মতো করে তিনটি গান করার চেষ্টা করেছি। সংখ্যা কম, তাই গান তৈরিতে যতœটাও ছিল বেশ। আশা করছি শ্রোতারা পছন্দ করবেন।’ অ্যালবামের গানের শিরোনামগুলো এমন, দু’চোখে, ছলনা এবং ভিতর-বাহির।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন