শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আজ মিউজিক্যাল প্রিমিয়ার লীগের গ্র্যান্ড ফিনালে

প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রতিযোগিতামূলক সঙ্গীতভিত্তিক রিয়েলিটি শো সেভেনআপ এমপিএলÑ মিউজিক্যাল প্রিমিয়ার লীগের স্টুডিও রাউন্ডের ১৮টি পর্ব শেষে আজ বসুন্ধরা কনভেনশন সিটির নবরাত্রি হলে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। যেখানে অংশ নেবে দুই গ্র্যান্ড ফিনালিস্ট দল ঢাকা ঢোলকস এবং খুলনা খঞ্জনিস-এর প্রতিযোগিতারা। ঢাকা ঢোলকস-এর আইকন সিঙ্গার নিশীতা এবং খুলনা খঞ্জনিসের আইকন সিঙ্গার সাব্বির নিজ নিজ দলের নেতৃত্ব দেবেন। দুই দলে ৪ জন করে প্রতিযোগী অংশগ্রহণ করবে চারটি রাউন্ডে, অবতীর্ণ হবে গানের লড়াইয়ে। এছাড়াও এই অনুষ্ঠানের ৩ জন জাজ শাকিলা জাফর, বাপ্পা মজুমদার এবং পার্থ বড়–য়া অংশ নেবেন একটি মেলডি পরিবেশনায়। আটটি বিভাগ থেকে আটটি দল অংশগ্রহণ করে যাদের দলনেতা আইকন সিংগাররাও সঙ্গীত পরিবেশন করবেন এইদিন। ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭:৩০ মিনিট থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। সেভেন আপের সহযোগিতায় অনুষ্ঠান আয়োজনে রয়েছে এশিয়াতিক থ্রি সিক্সটি এবং পরিচালনা করেছেন তাহের শিপন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন