বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বরিশাল নগরীর আবাসিক হোটেল থেকে আরো এক যুবকের লাশ উদ্ধার

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২১, ৭:৩০ পিএম

বরিশাল নগরীতে পর পর দ্বিতীয় দিন আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধারের ঘটনা ঘটল। রোববার নগররির অভিজাত আবাসিক ‘হোটেল এরিনা’র কক্ষ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার কক্ষে পাওয়া গেছে নেশাজাতীয় ইনজেকশন ও সিরিঞ্জ। এ ঘটনার ২৪ ঘন্টা আগে শনিবার নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আরেক য়ুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।
কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, সদর রোডে হোটেল এরিনা’র ৬০৮ নম্বর কক্ষ থেকে মিরন চন্দ্র হালদার (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। হোটেল রেজিস্টারের দেয়া তথ্যনুযায়ী মিরন চন্দ্র শনিবার সন্ধ্যা ৬টার দিকে ওই কক্ষে উঠেছিলেন। রোববার সকালে তার কক্ষ ত্যাগ করার কথা থাকলেও বেলা ১২টার পরও সে কক্ষ থেকে বের না হওয়ায় কর্মচারীরা ডাকাডাকি করে কোন সাড়া পায়নি। বিষয়টি কোতোয়ালী থানা পুলিশে জানানো হলে দুপুরের পরে পুলিশ এসে বিকল্প চাবি দিয়ে কক্ষে ঢুকে বিছানার ওপর মিরন হালদারের মৃতদেহ দেখতে পায়।
পুলিশ জানায়, কক্ষের ভেতরে অনেকগুলো মরফিন ইনজেশন ও সিরিঞ্জ পাওয়া গেছে। একটি ইনজেকশনের অ্যাম্পুল ভাঙ্গা ছিল। ধারনা করা হচ্ছে, মৃত ব্যাক্তি ইনজেশন নিয়ে নেশা করার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন অথবা অতিরিক্ত ইনজেকশন গ্রহন করে আত্মহত্যা করেছে। লাশের সুরতহাল করে ময়না তদন্তে মর্গে পাঠানো হয়েছে।
মিরন চন্দ্র হালদার বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভাতশালা গ্রামের অরুন চন্দ্র হালদারের ছেলে। সে বাকেরগঞ্জ পৌর শহরে জাহানারা ক্লিনিক নামক একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চাকুরী করত বলে জানা গেছে।
এর আগে শনিবার দুপরে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেল শরিফে আল আমিন (২৪) নামক এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘটে। আল আমিন উজিরপুর উপজেলার মাহার গ্রামের মোস্তফা হাওলাদারের একমাত্র ছেলে। সে রাজধানীর বাংলামোটর এলাকায় ট্রান্সফর্মার কোম্পানী প্রিন্স করপোরেশনের জুনিয়র অফিসার পদে চাকুরী করতেন। শুক্রবার সকালে স্ত্রীকে নিয়ে সে ওই হোটেলের ১২৬ নম্বর কক্ষে উঠেছিল। ঘটনার সময় স্ত্রী ইসরাত জাহান মীম কক্ষের বাইরে ছিলেন। এ সুযোগে তিনি আত্মহত্যা করেছেন বলে স্ত্রীর দাবী। বিমান বন্দর থানার অফিসার কমলেশ চন্দ্র হালদার জানান, ইসরাত জাহান মীমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও আল আমিনের পরিবার থেকে লিখিত অভিযোগ না দেওয়ায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন