বিনোদন ডেস্ক : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, চীন-বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস এবং বাংলাদেশের যৌথ আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক দলের ২০১৬ সালের জন্য ১০ জন এবং ২০১৭ সালের জন্য ১০ জন শিশু অ্যাক্রোবেটিক শিল্পী এক বছরের জন্য বেইজিং ইন্টারন্যাশনাল আর্টস স্কুল চীনে উচ্চতর প্রশিক্ষণে পাঠানো হচ্ছে। দলের সাথে ১ জন করে দলীয় প্রধান সার্বক্ষণিক অবস্থান করবেন। এছাড়া চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা অভিভাবক হিসেবে নিযুক্ত থাকবেন। প্রথম পর্যায়ে গত ৫ সেপ্টেম্বর ১১ সদস্য বিশিষ্ট একটি দল চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। সদস্যবৃন্দ হলেন ফয়সাল সরদার, মো. আশিকুর রহমান, শুভ ব্যাপারী, সৌরভ বিশ্বাস, রতœা খাতুন, মোছাঃ শামীমা আক্তার, মো. রিয়াজ ইসলাম, শিহাব সরদার, মো. লিটন হোসেন ও মোবারক হোসেন এবং দলীয় প্রধান সঞ্জয় কুমার ভৌমিক। অ্যাক্রোবেটিক দলের যাত্রা উপলক্ষে গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অ্যাক্রোবেটিক দলের ১১ সদস্যের উপস্থিতিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জান নূর, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের রাষ্ট্রদূত মা. মিং চিয়াং এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন