রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

খন্দকার ইসমাইলের বিশেষ সম্মাননা লাভ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২১, ১২:০১ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে টিভি মিডিয়া এটিএন বাংলা কর্তৃক বিশেষ সম্মাননা লাভ করেছেন মঞ্চ ও টেলিভিশনের দর্শকপ্রিয় উপস্থাপক খন্দকার ইসমাইল। ‘জাতির পিতার জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস’ উপলক্ষে বিএফডিসি চত্ত¡রে এটিএন বাংলা ও বিএসবি ক্যমিব্রিয়ান এডুকেশন গ্রুপের যৌথভাবে আয়োজিত ‘শিশুমেলা’ অনুষ্ঠানে খন্দকার ইসমাইলকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলার প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, এটিএন বাংলার সংবাদ বিভাগের উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরণ, বিএসবি ক্যমিব্রিয়ান এডুকেশন গ্রুপ’র চেয়ারম্যান লায়ন এম কে বাশার। খন্দকার ইসমাইল ১৯৯১ সাল থেকে টেলিভিশন মিডিয়ায় কাজ শুরু করেন। এসময় অভিনয়ের পাশাপাশি অনুষ্ঠান উপস্থানা করেন। ১৯৯৭ সালে বিটিভির বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘বহুরূপী’ এবং বাংলাদেশের প্রথম টক’শো ‘আড্ডা’ উপস্থাপনা করে দর্শক মহলে বেশ জনপ্রিয় হন। তিনি বর্তমানে এটিএন বাংলার ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্মাইল শো’ ও ‘ঈদের বাজনা বাজেরে’ এই দুটি অনুষ্ঠান নিয়মিত উপস্থাপনা করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন