বিনোদন ডেস্ক : ঈদ উপলক্ষে শিল্পী মিলন মাহমুদের নতুন মিউজিক ভিডিও বাজারে আসছে। শিল্পীর ‘প্রিয়জন’ অ্যালবামের টাইটেল সং ‘তুই হবি আমার প্রিয়জন’ শিরোনামের গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নুসরাত জান্নাত রুহী। সম্প্রতি সাভারের গলফ ক্লাবসহ বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওটির শুটিং সম্পন্ন হয়। এটি নির্মাণ করেন গৌতম ঘোষ ইমন। মিলন মাহমুদ বলেন, ‘সংগীতা থেকে প্রকাশিত হওয়া প্রিয়জন অ্যালবামের দুটো মিউজিক ভিডিও’র শুটিং করেছি। এর একটি হলো অ্যালবামটির টাইটেল সং প্রিয়জন। সাভার গলফ ক্লাবের মনোরম সব লোকেশনে শুটিং করেছি। ড্রোন ক্যামেরাসহ অনেক বড় অ্যারেজমেন্টে কাজটি করা হয়েছে। আশা করি, দর্শকদের শ্রোতাদের মিউজিক ভিডিওটি ভালো লাগবে।’ মিউজিক ভিডিওতে মডেল হওয়া নুসরাত জান্নাত রুহী একজন নৃত্যশিল্পী। সে বুলবুল লতিকলা একাডেমির একজন ক্ল্যাসিক্যাল নাচের শিক্ষক। পাশাপাশি রুহী মডেলিং, উপস্থাপনা এবং টিভি নাটকেও নিয়মিত অভিনয় করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন