বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ধারাবাহিকে অভিনয় নিয়ে ব্যস্ত অর্ষা

প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ২০০৯ সালের ‘লাক্স চ্যানেল আই’ প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকারী ছিলেন নাজিয়া হক অর্ষা। তারপর থেকে নিজের অভিনয়গুণে দর্শকের কাছে শক্ত একটি অবস্থান করে নেন। প্রথম ধারাবাহিক নাটক গোলাম সোহরবা দোদুল পরিচালিত ‘সাতকাহন’-এ দীপাবলী চরিত্রে অভিনয় করে ব্যাপক দর্শক গ্রহণযোগ্যতা পান। এরপর আরো বিভিন্ন ধারাবাহিক এবং একক নাটকে অভিনয় করে নিজের ক্যারিয়ার সমৃদ্ধ করে তুলেন এই অভিনেত্রী। প্রায় সাত বছর ধরে মিডিয়াতে টানা কাজ করলেও কখনোই জাহিদ হাসানের সঙ্গে কাজ করা হয়ে উঠেনি অর্ষার। এবারই প্রথম জাহিদ হাসানের বিপরীতে জাহিদ হাসানের নির্দেশনায় শতাধিক পর্বের ধারাবাহিক নাটক ‘রাজু ৪২০’-এ অভিনয় করছেন অর্ষা। এতে তিনি বিজলী চরিত্রে অভিনয় করছেন। রাজধানীর উত্তরা ও ধানমিÐতে ধারাবাহিক এ নাটকের শুটিং চলছে। এছাড়া আরো চারটি নতুন ধারাবাহিক নাটকে অভিনয় করছেন অর্ষা। সেগুলো হচ্ছে রুমান রুনির ‘তারকাদের সুখ দুঃখ’, সকাল আহমেদের ‘একটি বাবুই পাখির বাসা’, শাহীন রিজভীর ‘নীল দাঁড় কাক’ ও সৈয়দ শাকিলের ‘স¤্রাট’। ‘স¤্রাট’ এনটিভিতে প্রচার শুরু হয়েছে। অর্ষা বলেন, ‘প্রতিনিয়তই আমি চরিত্রানুযায়ী নিজের অভিনয়কে ভাঙ্গার চেষ্টা করি। জাহিদ ভাইয়ের নির্দেশনায় বিজলী চরিত্রে একেবারেই নতুন আমাকে খুঁজে পাবেন দর্শক। আশা করি, দর্শকের ভালো লাগবে। পাশাপাশি অন্য যে নতুন চারটি ধারাবাহিকে কাজ করছি তার প্রত্যেকটিরই চরিত্র আলাদা। আমি সবসময়ই মৌলিক গল্পে ভালো চরিত্রে কাজ করার ইচ্ছে পোষণ করি। এ ক্ষেত্রে কোন কম্প্রোমাইজই করি না। কম কাজ করবো, কিন্তু কাজ ভালো হওয়া চাই।’ অর্ষা অভিনীত নতুন নতুন ধারাবাহিকগুলো শিগগিরই বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার শুরু হবে। এদিকে আসছে ১৯ ফেব্রæয়ারি এটিএন বাংলায় সূর্য পরিচালিত একুশে ফেব্রæয়ারির একটি বিশেষ নাটক প্রচার হবে রাত ১১টায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন