মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ গ্উপ থিয়েটার ফেডারেশন এর আয়োজনে ১০ দিন ব্যাপী নাট্য উৎসবে ২৫ মার্চ পদাতিক নাট্য সংসদের ৩৮ তম প্রযোজনা ‘কাল রাত্রি’ মঞ্চস্থ হবে। নাটকটি পদাতিক নাট্য সংসদ এর ৩৮তম প্রযোজনা। লামিসা শিরীন হোসাইনের ‘লোন সার্ভাইভার’ গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন ড. তানভীর আহমেদ সিডনী ও নির্দেশনা দিয়েছেন ওয়াহিদুল ইসলাম। অভিনয়ে শাখাওয়াত হোসেন শিমুল, ইকরামুল ইসলাম, সালমান শুভ চৌধুরী, জিনিয়া আজাদ, নুসরাত চমক, জবা, জিতু, জীবন, শরীফুল ইসলাম, প্রান্ত, শোভন, মীরা, কান্তা, মশিউর রহমান, সৈয়দা শামছি আরা সায়েকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন