দীর্ঘ কয়েক বছরের অনুপস্থিতির পর হলিউডে ফেরা ভীতিকর ছিল বলে জানিয়েছেন অভিনেত্রী রেনে জেলওয়েগার।
চলচ্চিত্র থেকে ছয় বছর দূরে থাকার পর তিনি ‘ব্রিজেট জোন্স’ সিরিজের তৃতীয় চলচ্চিত্র ‘ব্রিজেট জোনস’স বেবি’ ফিল্মটির জন্য হলিউডে ফিরেছেন। ফিমেইলফার্স্ট জানিয়েছে অভিনেত্রীটি তার ফেরার অনুভ‚তি তার জন্যই প্রথমে বেশ ভীতিকর ছিল বলে উল্লেখ করেছেন।
“বিশেষ করে আমি এই চরিত্রটি (ব্রিজেট জোন্স) পছন্দ করি এবং কাউকে মনঃকষ্ট দিতে চাইছিলাম না। কাজে ফিররে আমি সবসময়ই নিজের মধ্যে এক ধরনের আত্মপ্রবঞ্চনার অনুভ‚তি অনুভব করছি- এটি আমার জন্য একটি অঙ্গাঙ্গী মানসিকতা আর আমি ভাবছি, ‘এবার আমি নিজেকে আবার নতুন করে আবিষ্কার করব এবং বরখাস্ত হব’- দীর্ঘদিন দূরে থাকার পর এই অনুভ‚তি এবার খুবই শক্তিশালী।”
“কিন্তু যেই চিত্রনাট্য পড়া শুরু করার পর থেকে নিজের মনে হয়েছে ব্রিজেটকে আমি কতটা ভালোবাসি আর তার পরিবার আর বন্ধুদের কতটা ভালোবাসি, সুতরাং ভীতি কাটিয়ে ওঠার পর তা ছিল সুখের অভিজ্ঞতা,” জেলওয়েগার বলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন