শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আন্তর্জাতিক চলচ্চিত্রোৎসবে জুরি সদস্য রিচা চাধা

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বলিউডের অভিনয়শিল্পীরা হিন্দি চলচ্চিত্রের গÐি পেরিয়ে এখন আন্তর্জাতিক ফিল্মেও কাজ করছেন সফলভাবে। শুধু ফিল্মে নয় তারা আন্তর্জাতিক চলচ্চিত্রাঙ্গনের বিভিন্ন আনুষ্ঠানিকতায়ও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। এমনই একজন শিল্পী হলেন রিচা চাধা। তিনি গত বছর মরক্কোর মারাকেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি মÐলীর সদস্য হিসেবে অংশ নিয়েছেন। এই বছর তিনি এমনই আরেকটি নামি উৎসবে একই ধরনের দায়িত্ব পালন করবেন।
অভিনেত্রীটির সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র বলেছে, “তিনি নারা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে (এনআইএফএফ) জুরি মÐলীর সদস্য হিসেবে অংশ নিচ্ছেন। এটি জাপানে (কানসাইয়ের রাজধানী নারাতে) অনুষ্ঠিত হয়ে থাকে। রিচা এই উৎসবে ভারতের প্রতিনিধিত্ব করবেন।”
সূত্র আরও জানিয়েছে জাপানি চলচ্চিত্র নির্মাতা নাওমি কাওয়াসি এই উৎসবের সঞ্চালক। তিরি ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে তিনটি সম্মাননা পেয়েছেন এবং সেখানে তিনি জুরি সদস্য ছিলেন।
রিচার মুখপাত্র বলেছে, “রিচা এই সুযোগ পেয়ে দারুণ আনন্দিত। তিনি ১৬ সেপ্টেম্বর উৎসবের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।”

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন