জি টিভির ‘এক মা জো লাখোঁ কে লিয়ে বানি আম্মা’ সিরিয়ালটির শিল্পী তালিকায় নতুন অভিনেতা যুক্ত হয়েছেন। এই কয়েকদিন আগে উর্বশী শর্মা ওরফে রায়না জোশি সংক্ষেপে ‘আম্মা’ নামে পরিচিত এই সিরিয়ালটি ছাড়ার ঘোষণা দিয়েছেন। তারও কিছুদিন আগে আমান ভার্মা শোটি ছেড়ে দিয়েছেন।
রায়না সিরিয়ালটি ছাড়ার কারণ হিসেবে জানিয়েছেন কাহিনীর কাল এগিয়ে নিয়ে যাবার পর তার চরিত্রটিকে আরও বয়স্ক দেখাতে হবে বলেই তার এই সিদ্ধান্ত। তার এই প্রস্থান শোটির জন্য বড় একটি ধাক্কা হলেও এতে নতুন আকর্ষণ হিসেবে যোগ দিচ্ছেন এক সময়ের বলিউড অভিনেতা, রিয়েলিটি শো তারকা এবং আমিশা প্যাটেলের ছোট ভাই অশমিত প্যাটেল। এটি ফিকশন শোতে তার অভিষেক।
অশমিত সিরিয়ালটিতে ফায়সাল নামে এক ডনের ভ‚মিকায় অভিনয় করবেন। ফায়সাল আম্মা ওরফে জিনাতের দত্তক ছেলের ভ‚মিকায় অভিনয় করবেন। ফায়সাল খুব মেয়েঘেঁষা এবং দুষ্ট প্রকৃতির। পরিবারের অন্যদের মত তারও স্বপ্ন একদিন অপরাধ-পরিবারটির প্রধান হয়ে শহর শাসন করবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন