বিনোদন ডেস্ক : মীরাক্কেল খ্যাত স্ট্যান্ড-আপ কমেডিয়ান শশী, শাওন, পরশ, হৃদয়, আরমান, পাভেলকে নিয়ে রম্য আড্ডা প্রচার হবে বাংলাভিশনের বিশেষ ঈদ আয়োজনে। সম্প্রতি এই অনুষ্ঠানের শুটিং সম্পন্ন হয়েছে বিএফডিসির ৩ নম্বর ফ্লোরে। ‘আপন আলোয়-সীমানা পেরিয়ে’ শিরোনামে অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শামীম শাহেদ। মীরাক্কেলের অডিশন থেকে শুরু করে পারফরমেন্স পর্যন্ত নানা মজার ঘটনা প্রত্যেকে জানিয়েছেন। মীরাক্কেলে গিয়ে পরিচিতি পাওয়ার পর মজার কী কী হয়েছে সবই জানা যাবে এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠান সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ বলেন, ‘মীরাক্কেল অনুষ্ঠানে শশী, শাওন, পরশ, হৃদয়, আরমান, পাভেল আমাদের দেশের নাম উজ্জ্বল করেছেন। দর্শকদের কাছে তাদের কাজ এবং ব্যক্তিজীবনের গল্প তুলে ধরার জন্য তাদেরকে একসাথে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের ঈদের অনুষ্ঠানের জন্য। এই ছয়জনের সাথে আড্ডা বেশ ভালো হয়েছে। আশা করি, দর্শকের ভালো লাগবে।’ ‘আপন আলোয়- সীমানা পেরিয়ে’ অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে ঈদুল আজহার বিশেষ ঈদ আয়োজনে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুকী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন