শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদে সুরঞ্জলির আয়োজন

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আশিক বন্ধু : বরাবরের মতো এবারের ঈদেও সুরঞ্জলির ব্যানারে আসছে বেশ কয়েকটি অ্যালবাম। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইলিয়াস হোসেনের পাঁচ গানের অ্যালবাম ‘ছুঁয়ে দিও’। অ্যালবামে সহশিল্পী আছেন অরিন ও নদী। গানগুলোর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। প্রকাশিত হবে কাজী শুভর পাঁচ গানের অ্যালবাম ‘মায়ার আগুন’। এতে কাজী শুভর সাথে দ্বৈত কণ্ঠে গেয়েছেন নদী, খেয়া এবং স্বরলিপি। তিনটি গানের সুর করেছেন কাজী শুভ। বাকি দুটি পাগল হাসান ও কবির। সঙ্গীত পরিচালনা জে. কে এবং রাফি মোহাম্মদ। প্রকাশিত হবে কে. তারিক-এর একক অ্যালবাম ‘এক টুকরো মেঘ’। এতে গান থাকছে ৭টি। গানগুলো সঙ্গীত করেছেন আহমেদ ফরিদ। সুরঞ্জলির কর্ণধার কাইয়ুম খান বলেন, আমরা অ্যালবাম কমই করি। সংখ্যার দিকে না তাকিয়ে ভালো মানের গানের প্রতি দৃষ্টি দেই। তাই এবারো কম অ্যালবাম করেছি। তবে গানগুলো ঈদের জন্য ভালো উপহার হবে। গানপ্রেমীরা মনভরে গানগুলো শুনতে পারবেন। আশা করছি, অ্যালবামের গানগুলো সবার ভালো লাগবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন