শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিটিভির আনন্দমেলা উপস্থাপনায় পড়শী

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : জাগো এফএম রেডিওতে পড়শী নাইটস নামে একটি অনুষ্ঠান নিয়মিত উপস্থাপনা করেন সঙ্গীতশিল্পী পড়শী। তবে টেলিভিশনের কোনো অনুষ্ঠানে তাকে দেখা যায়নি। এবার এ কাজটিও করেছেন। তাও আবার বিটিভির আনন্দমেলা ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে। এবারের ঈদেও বিটিভিতে প্রচার হবে আনন্দমেলা। এবারের আনন্দমেলা উপস্থাপন করবেন পড়শী। তার সঙ্গে দেখা যাবে প্রবীণ অভিনেতা আল মনসুরকে। ইতোমধ্যে ম্যাগাজিন অনুষ্ঠানটির চিত্রায়ণ শেষ হয়েছে। টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা প্রসঙ্গে পড়শী বলেন, অনেক ভালো লাগছে। বিশেষ করে আনন্দমেলার মতো একটি জনপ্রিয় অনুষ্ঠানের সঞ্চালনা করতে পারাটা সৌভাগ্যের ব্যাপার। খুব তৃপ্তি পেয়েছি অনুষ্ঠানটি উপস্থাপনা করে। আশা করছি, দর্শক পড়শীকে নতুনভাবে দেখতে পাবেন। মাহফুজা আক্তারের প্রযোজনায় ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে প্রচার হবে অনুষ্ঠানটি। এবারের আনন্দমেলার থিম সং গেয়েছেন বাপ্পা মজুমদার ও কোনাল। এ ছাড়া রয়েছে কুমার বিশ্বজিতের গান, পদ্মা সেতু নিয়ে সম্মিলিত কণ্ঠে গান গাইবেন এম এস রানা, সাব্বির, রাজিব, রাশেদ এবং সেরাকণ্ঠের রিপন। ডাংগুলি ও ক্রিকেট পর্বে অংশ নিয়েছেন ক্রিকেট তারকা মোহাম্মদ আশরাফুল। আরো অনেক চমক নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে বলে জানান পড়শী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন