প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব ইথুন বাবুর কথা, সুর ও সঙ্গীতে নির্মিত হয়েছে মাকে নিয়ে অসাধারণ এক মিউজিক্যাল ফিল্ম। এর শিরোনাম ‘মা জননী’। গানটিতে কণ্ঠ দিয়েছেন জয় ই মামুন। মাকে নিয়ে প্রবাসীদের জীবনের সত্য ঘটনা অবলম্বনে এ ফিল্মটি নির্মিত হয়েছে। গানটিতে মা’য়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শর্মিলী আহমেদ। আরও অভিনয় করেছেন সাঞ্জি লাকী, লামীম ও জয় ই মামুন। গানটি নিয়ে ইথুন বাবু বলেন, এটি একটি হৃদয় ছোঁয়া গান। মা’কে নিয়ে এ ধরনের গান সাম্প্রতিক সময়ে খুব কম হয়েছে। গানটি করতে গিয়ে আমি নিজেই অনেকবার কেঁদেছি। গানটির মধ্যে কোথায় জানি কি একটা লুকিয়ে আছে, যা আমাকে বারবার শুনতে বাধ্য করেছে। জয় ই মামুন তুলে ধরছেন তার কন্ঠে মায়ের আর্তনাদ। গানটি প্রবাসী ভাই-বোনসহ সবার মনে দাগ কাটবে বলে আমি মনে করি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন