শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এ আর রহমানের সাথে জুলফিকার রাসেলের দুই গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২১, ১২:০১ এএম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে ঘিরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ১০ দিনের মুজিব চিরন্ত উৎসবের সমাপনি দিনে চমক হিসেবে পরিবেশিত হয় ভারতের প্রখ্যাত সঙ্গীত পরিচালক এ আর রহমানের সঙ্গীত পরিচালনায় এবং বাংলাদেশের গীতিকার জুলফিকার রাসেলের কথায় ‘বলো জয় বঙ্গবন্ধু’ শিরোনামের গান। গানটি সবাইকে মুগ্ধ করে। এটি এখন নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। গানটির শুরু বাংলায়, ‘আমার সোনার বাংলা’ দিয়ে। এটি বাংলাদেশে এ আর রহমানের প্রথম কাজ। এ আর রহমানের সাথে কাজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জুলফিকার রাসেল বলেন, তিনি যেমন বিশ্বমানের ক¤েপাজার, তেমনই বিনয়ী একজন মানুষ। উনাকে দেখে শিখলাম, বড় হতে চাইলে কতোটা বিনয়ী হতে হয়। আমার লেখা গানটি যে ২৬ মার্চ উৎসবের শেষ চমক হিসেবে পরিবেশিত হবে, তা জানতাম না। এটা আমার জীবনের অনেক বড় প্রাপ্তি। এর পেছনে শ্রম ও সততা তো রয়েছেই সঙ্গে ভাগ্যও আমাকে সাহায্য করেছে। তা না হলে, এ আর রহমানের বাসায়-স্টুডিওতে গিয়ে গান তৈরির সৌভাগ্য হতো না। জুলফিকার রাসেল জানান, এ আর রহমানের সঙ্গে আরও একটি গান তৈরি করা হয়েছে। গানটি দেশাত্মবোধক। অপ্রকাশিত এই গানটি বাংলা ভাষায়। ‘আজও শুনি বজ্রধ্বনি’ গানটিও উন্মোচন হবে বিশেষ একটি জাতীয় আয়োজনে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন