শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

১৫ ভার্শনে বাংলাদেশ আমার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২১, ১২:০১ এএম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এনামুল কবির সুজন'র কথায় ১৫টি ভার্শনে একটি দেশের গান প্রকাশিত হয়েছে। গানের শিরোনাম ‘বাংলাদেশ আমার’। সুমন কল্যান এর সুর ও সঙ্গীতে মূল গানটিতে কন্ঠ দিয়েছেন রাজিব, কর্নিয়া, পারভেজ, অবন্তী সিথি। এই প্রমথ কোনো গান একই সাথে দেশের প্রায় সবগুলো আঞ্চলিক ভাষা এবং উপজাতীয় ভাষায় হয়েছে। এছাড়া গানটি ইশারা ভাষা, ইংরেজি ভাষা ও ইন্সট্রুমেন্টে ভার্শন করা হয়েছে। গানটির চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গেয়েছেন সন্দিপন, নোয়াখালী ভাষায় ঐশী, সিলেটি ভাষায় মন্টি, বরিশালের ভাষায় কাজী শুভ, ঢাকাইয়া ভাষায় পান্থকানাই, রংপুরের ভাষঅয় টি ডবিøও সৈনিক, ব্রাহ্মণবাড়িয়ায়র ভাষায় প্রনব ভট্টাচার্য্য, উত্তরবঙ্গের ভাষায় এম আই মিঠু, পাবনার ভাষায় সোহেল মেহেদী, পার্বত্য চট্টগ্রামের ভাষায় তিশা দেওয়োন, গারো ভাষায় যাদু রিছিল এবং ইংরেজি ভার্শনে আশফাকুল বারী রোমন ও ইশারা ভাষায় ছিলেন মনোয়ার হোসেন। আরো দুটি ভার্শন কুমিল্লা ও ময়মনসিংহের ভাষায় কণ্ঠ দেবেন আসিফ আকবর ও লিজা। গীতিকার এনামুল কবির সুজন বলেন, সুবর্ণ জয়ন্তীতে নিজের দায়বদ্ধতা ও মনের তাগিদ থেকে গানটি লেখা ও এতোগুলো ভার্শনে করার চিন্তা করেছি যা একেবারেই একটি নতুন ধারণা। গানটি রূপকথা মিউজিক ইউটিউব চ্যনেলে প্রকাশিত হয়েছে এবং ধারাবাহিকভাবে সবগুলো আঞ্চলিক ভার্শন স্ব স্ব অঞ্চলে চিত্রায়ন করে প্রকাশ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন