শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ডিবেট ফর ডেমোক্রেসির স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২১, ১২:০১ এএম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতা গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, এমপি। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশকে পরাজিত করে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা বিজয়ী হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রধান অতিথির বক্তব্যে আ. ক. ম. মোজাম্মেল হক বলেন, সরকার একটি রাষ্ট্রের মালিক নয়, মালিক হলো রাষ্ট্রের জনগণ। সরকার শুধু মাত্র নির্দিষ্ট সময়ের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়। তাই জবাবদিহিমূলক সমাজ গঠনে সরকার ও বিরোধীদল উভয়কেই দায়িত্বশীল ভ‚মিকা পালন করতে হবে। বিরোধীদল কেবল বিরাধিতার জন্য বিরোধিতা করবে না। তবে বিরোধীদলকে চাপে রাখার মানসিকতাও পরিহার করতে হবে। দেশে উন্নয়নের পাশাপাশি বৈষম্য ও দুর্নীতিও আছে। দুর্নীতি ও অনিয়মের ব্যাপারে আরো কঠোর অবস্থান নিতে হবে। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কৃষকের উৎপাদিত ফসলে আজ আমরা খাদ্যে সয়ংসম্পূর্ণ, নারী শ্রমিকরা পোশাক শিল্পে বিপ্লব ঘটিয়েছে, অভিবাসী শ্রমিকদের অর্থে রিজার্ভের পরিমাণ বেড়েছে, কলকারখানার শ্রমিকরা রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, আমরা যেভাবে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করছি, মাথা পিছু আয় বেড়েছে, জীবন যাত্রার মান্নোয়ন ঘটেছে, স্বাস্থ্য, শিক্ষাসহ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছি। একইভাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দুর্নীতির লাগাম টেনে ধরার শপথ নিতে হবে।প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সহযোগী অধ্যাপক জোসিন্তা জিনিয়া, সাংবাদিক দৌলত আক্তার মালা, রোজিনা ইসলাম এবং পার্থ সঞ্জয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলের মাঝে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন