শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আজ বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২১, ১২:০১ এএম

দৃষ্টি জুড়ে দেশ’-এই শ্লোগান নিয়ে ২০০৬ সালের ৩১ মার্চ আনুষ্ঠানিক স¤প্রচার শুরু হয় স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনের। চ্যানেলটি ১৬ বছরে পদার্পণ করছে। শুরু থেকেই বাংলাভিশনের উদ্দেশ ছিল, বাংলা ও বাংলাদেশি সংস্কৃতি সঠিকভাবে দর্শকের সামনে তুলে ধরা। প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘আজ প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৬ বছরের যাত্রাকে আমরা উদযাপন করবো বিশেষ অনুষ্ঠানমালার মধ্যদিয়ে। করোনা ভাইরাসের কারণে জনসমাগম এড়াতে বাংলাভিশন কার্যালয়ে অতিথিদের জন্য কোন আয়োজন থাকছে না। আমরা শুধু টেলিভিশনের পর্দায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবো। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আমরা অনুষ্ঠানের আয়োজন করছি। আজ রাত ১২টায় প্রচার হবে বাংলাভিশনের থিম সং। সকাল ৬টায় প্রচার হবে অনুষ্ঠান ‘ফিরে দেখার ১৫’। সকাল ৮টা ৩০মিনিটে প্রচার হবে দিন প্রতিদিনের বিশেষ পর্ব। অতিথি: প্রখ্যাত অভিনেত্রী শর্মিলী আহমেদ। সকাল ৯টায় প্রচার হবে অনুষ্ঠান ‘ফিরে দেখার ১৫’। সকাল ১০টা ৩০মিনিটে প্রচার হবে শাকিব খান, বুবলী অভিনীত বাংলা চলচ্চিত্র ‘বসগিরি’। বেলা ১টা ৩০মিনিটে প্রচার হবে বিশেষ ‘সিনেমার গান’। বেলা ২টা ২০মিনিটে সরাসরি বিশেষ সংগীতানুষ্ঠান ১৬’র শুভেচ্ছা। রাত ৮টা ১৫মিনিটে প্রচার হবে বিশেষ নাটক। রাত ৯টা ৫মিনিটে প্রচার হবে নাটক ‘তালাচাবি’। বিশেষ অনুষ্ঠান ‘আনন্দ বেদনার কাব্য ২০২১’ প্রচার হবে রাত ১১টা ২৫মিনিটে। অতিথি: মামুনুর রশীদ, সালাহ্উদ্দিন লাভলু ও মাসুম রেজা; উপস্থাপনা করেছেন ফেরদৌস বাপ্পী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন