সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

দ্রব্যমূল্য লাগামহীন, এক্ষত্রে সরকার চরম ব্যর্থ : নাগরিক ঐক্য

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২১, ৮:১৬ পিএম

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গুলি করে মানুষ হত্যা, মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার হরণ, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চেয়ে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে নাগরিক ঐক্য। মানববন্ধনে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক শহীদুল্লাহ্ কায়সার বলেন, সরকার সকল ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা মহান স্বাধীনতার ৫০ বছরে দেশকে লাশ উপহার দিয়েছে। এভাবে চলতে পারে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। বাজার নিয়ন্ত্রণে তারা চরম ব্যর্থ। কারণ এইসব সিন্ডিকেট তো চলেই সরকারি দলের লোকদের দিয়ে।

মানববন্ধনে বক্তারা গুলি করে মানুষ হত্যার প্রতিবাদ জানান। দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে ব্যর্থ সরকারের পদত্যাগ দাবি করেন। এ সময় মানববন্ধনে বক্তব্য দেন শহীদুল্লাহ্ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোমিনুল ইসলাম, সাকিব আলী, আবু তালেব দেওয়ান, এস এম এ কবীর হাসান, সাকিব আনোয়ার প্রমুখ। তবে অসুস্থতার কারণে অনুষ্ঠানে অংশ নিতে পারেননি অনুষ্ঠানের প্রধান অতিথি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বীর মুক্তিযোদ্ধা মোমিনুল ইসলাম তার বক্তৃতায় বলেন, এই সরকারকে অপসারণ করা না হলে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে না। স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে না। ৫০ বছরে স্বাধীনতার কোন স্বপ্নই বাস্তবায়িত হয়নি। সকল বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই অবৈধ সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
রাব্বি ১ এপ্রিল, ২০২১, ১২:৫৩ এএম says : 0
যুগোপযোগী বিষয় নিয়ে কথা বলেছে নাগরিক ঐক্যের নেতাগণ।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন