বিনোদন ডেস্ক : গত ঈদে চিত্রনায়িকা পূর্ণিমা ও সঙ্গীতশিল্পী হৃদয় খানকে নিয়ে নাটক নির্মিত হয়েছিল। এবারও এ জুটিকে নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম। এস এ হক অলিকের রচনা ও পরিচালনায় টেলিফিল্মটির নাম ‘ফিরে যাওয়া হলো না’। এটি বাংলাভিশনে প্রচার হবে ঈদের ২য় দিন বেলা ২টা ১০ মিনিটে। টেলিফিল্মে রোদেলা চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা এবং ফাহিম চরিত্রে অভিনয় করেছেন হৃদয় খান। ফাহিম দেশের বাইরে থেকে দেশে আসা চুপচাপ, শান্ত স্বভাবের খুব মুডি একজন ছেলে। অন্যদিকে রোদেলা খুব দুষ্টু প্রকৃতির একজন মেয়ে। এক সময় রোদেলার দুষ্টুমিই ভালোলেগে যায় ফাহিমের। এগিয়ে যায় টেলিফিল্মের গল্প।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন