বিনোদন ডেস্ক : ঈগল মিউজিকের ব্যানারে, এবারের ঈদে সঙ্গীতশিল্পী ইমরান আসছেন ভিন্ন ধারার এক গান নিয়ে। গীতিকার তারিক তুহিন এর কথা এবং মাহমুদ ও মার্সেল-এর সঙ্গীতায়োজনে সূফী ধারার ‘প্রিয়া রে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান। গানটি সম্পর্কে ইমরান বলেন, ‘সূফী ধারার গানে এবারই প্রথম কাজ করলাম। যেহেতু প্রথম তাই, দরদ দিয়ে গানটি সুন্দর করার চেষ্টা করেছি। আশা করছি, আমার এই পরিশ্রমের ফসল শ্রোতাদের কাছে সানন্দে গৃহীত হবে।’ ঈগল মিউজিকের কর্ণধার কচি আহমেদ বলেন, ‘সূফী ধারার গানে ইমরানের কণ্ঠ এই প্রথম। শ্রোতাদেরকে সবসময়ই আমরা ভিন্ন স্বাদের এবং ভিন্নধর্মী কাজ উপহার দেয়ার চেষ্টা করি। আমাদের সেই চেষ্টা কতখানি সফল এবার শ্রোতারা তা নির্ধারণ করবেন।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন