শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সাত জনপ্রিয় গান নিয়ে সাত নাটক

প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এবার গানের গল্পে তৈরি হচ্ছে নাটক। ‘আগে যদি জনিতাম, আমার হিয়ার মাঝে, মন শুধু মন ছুঁয়েছে, কেন এই নিঃসঙ্গতা, একি সোনার আলোয়, এই পথ যদি না শেষ না হয়, এখন তো সময় ভালোবাসার’ কালজয়ী এবং জনপ্রিয় এই সাতটি গান নিয়ে এবার তৈরি হচ্ছে সাতটি রোমান্টিক নাটক। জিটিভির ‘ব্রেক ফ্রি ঈদ ফেস্ট’ আয়োজনে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন রাত ৮টা ৩০ মিনিটে ‘রোমান্টিক ড্রামা ফেস্টে’ প্রচার হবে এই সাতটি নাটক। ঈদের দিন প্রচার হবে ফরহাদ আহমেদ’র রচনা ও পরিচালনায় ‘আগে যদি জানিতাম’ নটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সজল, মৌসুমী হামিদ, নিতু, আরিফ প্রমুখ। ঈদের ২য় দিন প্রচার হবে মাসুম শাহরিয়ারের রচনা ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘আমার হিয়ার মাঝে’। এতে বিভিন্ন  চরিত্রে অভিনয় করেছেন- সুবর্ণা মুস্তাফা, তারিক আনাম খান, মম প্রমুখ। এস, শাহিনের  রচনা ও পরিচালনায় ‘মন শুধু মন ছুঁয়েছে’ প্রচার হবে ঈদের ৩য় দিন। নাটকে অভিনয় করেছেন- সিয়াম, সাবিলা নূর প্রমুখ। মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় নাটক ‘কেন এই নিঃসঙ্গতা’। এতে অভিনয় করেছেন- জন, মিথিলা প্রমুখ। নাটকটি প্রচার হবে ঈদের ৪র্থ দিন। ঈদের ৫ম দিন প্রচার হবে নাটক ‘একি সোনার আলোয়’। নাটকটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার ও পরিচালনা করেছেন- চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন- আফসানা মিমি, আনিসুর রহমান মিলন প্রমুখ। ঈদের ৬ষ্ঠ দিন প্রচার হবে ‘এই পথ যদি না শেষ হয়’ রচনা ও পরিচালনা করেছেন হিমি। অভিনয়ে তাহসান ও সাফা কবির। এবং ৭ম দিন প্রচার হবে ‘এখন তো সময় ভালোবাসার’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন গৌতম কৌরী। অভিনয়ে অপূর্ব, মম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন