বিনোদন ডেস্ক: জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের প্রযোজনায় এবং ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘রক্ত’ সিনেমাটি ঈদে মুক্তি পাচ্ছে। ইতোমধ্যে সিনেমাটি মুক্তি দেয়ার সব ধরনের প্রস্তুতি স¤পন্ন হয়েছে বলে জাজ মাল্টিমিডিয়া গত মঙ্গলবার এফডিসিতে এক সংবাদ সম্মেলনে জানায়। কিছুদিন আগে সিনেমাটির ‘ডানাকাটা পরী’ এবং ‘ধীম তা না’ শিরোনামের দুটি গান এবং টিজার প্রকাশিত হয়। গান দুটি ইতোমধ্যে দর্শকের মধ্যে সাড়া জাগিয়েছে। অল্প কিছু দিনের মধ্যে ডানাকাটা পরী গানটি ২৮ লাখের বেশি দর্শক ইউটিউবে দেখেছেন। সিনেমাটিতে জুটি হয়ে অভিনয় করেছেন পরীমনি ও রোশন। এছাড়া অভিনয় করেছেন অমিত হাসান, আশীষ বিদ্যার্থী প্রমুখ। এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো অ্যাকশান লেডি হিসেবে হাজির হচ্ছেন পরী। পরী মনে করেন, রক্ত সিনেমাটি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন