শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ ফুট উপরে ঝুঁকিপূর্ণ গানের দৃশে সিয়াম ও পূজা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ১২:০৭ এএম

জাহাজের সিঁড়ি বেয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ ফুট উঁচুতে দাঁড়িয়ে গানের দৃশ্যে অংশ নিয়েছেন চিত্রনায়ক সিয়াম ও চিত্রনায়িকা পূজা চেরি। এম রাহিমের নির্মাণাধীন ‘শান’ চলচ্চিত্রের গানের দৃশ্যধারণের জন্য তারা ঝুঁকি নিয়ে গানের শুটিং করেন। পরিচালক বলেন, চট্টগ্রাম থেকে সেন্টমার্টিনে আসা প্রমোদতরী বে-ওয়ান জাহাজে গানটির চিত্রধারণের আয়োজন করা হয়েছিল। সিয়াম ও পূজা হঠাৎ করে বলল, তারা ২০০ ফুট উঁচুতে দাঁড়িয়ে শট দেবেন। আমরা কেউই এ সিদ্ধান্তে সমর্থন করিনি। কারণ বিষয়টি ছিল ঝুঁকিপূর্ণ। সামান্য একটি ভুলের কারণে বড় ধরনের বিপদ ঘটতে পারে। কিন্তু সিয়াম ও পূজা আমাদের কারো কথাই শোনেননি। তারা সিঁড়ি বেয়ে উঠে যান জাহাজের সর্বোচ্চ শিখরে। ভারতের নৃত্য পরিচালক জায়েশ প্রধানের মতে, এ ধরনের শট উপমহাদেশের কোনো অভিনয়শিল্পীই নাকি এর আগে দিতে পারেননি। সাইফুল শাহীনের ক্যামেরায় ধারণ করা ‘শান’ চলচ্চিত্রের এ গানের শিরোনাম ‘তোর মতো আমাকে মানিয়ে নেব’। এ মিজানের লেখা, আহম্মেদ হুমায়ূনের সুর ও সংগীতে গানটি গেয়েছেন কনা ও ইমরান। ফিলম্যান এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মীয়মান ‘শান’ চলচ্চিত্রের গল্প লিখেছেন সিনেমাটির প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। সিয়াম-পূজা ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাস প্রমুখ। পরিচালক এম রাহিম জানান, আসছে ঈদে সিনেমাটি মুক্তি দেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন