হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন, অপপ্রচার চালিয়ে হেফাজতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। শুক্রবার বিবিসি বাংলায় তিনি আরও বলেন, হেফাজতকে নিয়ে অপপ্রচার হচ্ছে। মিথ্যা ও অপপ্রচার হচ্ছে। তবে সহিংস ঘটনাগুলোর প্রেক্ষাপটে সংগঠনের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব পড়বে না।
মামুনুল হক বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সব অভিযোগ খন্ডন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় সরকার দলের একজন এমপির নেতৃত্বে মাদ্রাসার ওপর হামলা হয়েছে। এই ঘটনার পিছনে আমাদের মাদ্রাসা বা হেফাজতের কোনও কর্মী জড়িত নেই। এতে বেশি ভূমিকা রেখেছে সাধারণ জনগণ ও এলাকার মানুষ। এই দায় কোনওভাবেই হেফাজতের ওপর দেয়া উচিত নয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন