শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

করোনায় আক্রান্ত শিল্পীরা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

সংস্কৃতি অঙ্গণের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী, শিল্পী ও নির্মাতা করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন বিশিষ্ট অভিনেতা আবুল হায়াত, অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি, চিত্রনায়ক রিয়াজ, নির্মাতা গাজী রাকায়েত, সঙ্গীতশিল্পী মিতা হক, হাবিব ওয়াহিদ এবং সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আবুল হায়াত, আফসানা মিমি। আবুল হায়াতকে ইতোমধ্যে প্লাসমা দেয়া হয়েছে। আফসানা মিমির অবস্থা স্থিতিশীল রয়েছে। গাজী রাকায়েত বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। প্রত্যেকেই তার ভক্তদের আহবান জানিয়ে বলেছেন, তারা ভাল আছেন। কোনো ধরনের গুজবে যাতে তারা কান না দেন। তারা করোনার দ্বিতীয় ঢেউয়ের এ সময়ে সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেছেন। মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব বজায় রেখে সচেতনভাবে চলার পরামর্শ দিয়েছেন। এদিকে চলচ্চিত্র অভিনেতা ওমর সানী ও মৌসুমী দম্পতির পরিবারে ওমর সানী ছাড়া অন্যান্য সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। মৌসুমী, ছেলে ফারদীন ও পুত্রবধূ আয়েশাসহ পরিবারের অন্যান্যরা করোনায় আক্রান্ত হয়েছেন। ফারদীন ফেসবুকের এক স্ট্যাটাসে জানিয়েছেন, বাবা ছাড়া আমাদের পরিবারের সবার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমাদের জন্য সবার দোয়া কামনা করছি। আর যারা আমাদের সংস্পর্শে এসেছেন তাদের সতর্কতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছি। উল্লেখ্য, গত ২৬ মার্চ কানাডাপ্রবাসী আয়েশার সঙ্গে ছেলে ফারদীনের বিয়ে হয়। বিয়ে উপলক্ষে তারা পারিবারিক অনুষ্ঠানেরও আয়োজন করেন। সেখান থেকেই সবাই আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারনা করছেন তারা। এদিকে গত ২৪ ফেব্রুয়ারি একসঙ্গে করোনার টিকা নিয়েছিলেন মৌসুমী ও ওমর সানী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন