লকডাউন প্রত্যাহারের দাবী এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শপিং কমপ্লেক্স ও সাধারণ দোকান খুলতে দেওয়ার দাবীতে কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যবসায়ীরা সোমবার সকার সাড়ে ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। লকডাউনের প্রথম দিনে সকাল থেকেই চৌদ্দগ্রামের ব্যবসায়ীরা সকল প্রকার শপিং কমপ্লেক্স ও দোকান খুলে ব্যবসা করতে থাকে। ব্যবসায়ীদের দাবী সরকার বই মেলা সহ সরকারী অফিস আদালত খোলা রেখেছে, হোটেল রেস্তোরাগুলোও খোলা তাহলে আমরা কেন দোকান খুলে ব্যবসা করতে পারবো না। আমাদেরকেও একটা নির্দিষ্ট সময় নির্ধারন করে দেওয়া হোক। যাতে করে আমরা লোকশানের মুখে না পরি। এ ব্যাপারে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা জানান, সরকারের নির্দেশনা বাস্তবায়ন করতে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে কাউকে কোন ছাড় দেওয়া হবে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন