চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজত নেতাদের কটাক্ষ করে এক বৌদ্ধ যুবকের দেয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে চরম উত্তেজনা তৈরী হয়। পরে স্থানীয় এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর হস্তক্ষেপে স্ট্যাটাস ডিলিট করে লাইভে ক্ষমা প্রার্থনা এবং স্থানীয় বৌদ্ধ সমিতির লিখিত দুঃখ প্রকাশ ও ক্ষমা চাইলেই উত্তেজনা প্রশমিত হয়।
জানা যায়, ফটিকছড়ির জাফতনগর ইউপির জাহানপুর কোটেরপাড় বড়ুয়া পাড়ার সুব্রত বড়ুয়ার পুত্র বিএম মিটন বড়ুয়া গত ৪ এপ্রিল রাতে তার ফেসবুক আইডি থেকে হেফাজত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী, যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক, চরমোনাই পীরজাদা সৈয়দ ফয়জুল করিমসহ অন্যান্য আলেমদের গ্রুপ ছবি আপলোড করে তাদের ‘পাকিস্তানের দালাল’ আখ্যায়িত করে স্ট্যাটাস দেয়। এতে স্থানীয় আলেম-ওলামা ও গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে উঠে। শুরু হয় চরম উত্তেজনা এবং ক্ষুব্দ জনতা স্ট্যাটাস দাতা মিটন বড়–য়ার বাড়ীতে গিয়ে খুঁজতে থাকে। এ সময় ভয়ে পালিয়ে যায় সে। এ খবর জানতে পেরে স্থানীয় এমপি ও ত্বরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী উভয়পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁরই নির্দেশনায় স্ট্যাটাস ডিলিট করে মিটন বড়–য়া ফেসবুক লাইলে ক্ষমা প্রার্থনা করে এবং গত মঙ্গলবার রাতে স্থানীয় কোটেরপাড় বৌদ্ধ সমিতি লিখিত ভাবে দুঃখ প্রকাশসহ ক্ষমা চাইলেই পরিস্থিতি শান্ত হয়। তবে স্ট্যাটাস দাতা মিটন বড়–য়া এখনো পলাতক এবং সে স্থানীয় ছাত্রলীগ নেতা বলে জানা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন