বিনোদন ডেস্ক : ঈদ-উল-আজহা উপলক্ষে শ্রোতাদের জন্য গানের লঙ্গেস্ট ঈদ কার্নিভাল নিয়ে হাজির হয়েছে দেশের সবচেয়ে বড় ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্ম রবি-ইয়ন্ডার মিউজিক অ্যাপ। দেশীয় ও আন্তর্জাতিক গানের সুবিশাল এই ভা-ারে গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু করে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী মুক্তি পাবে দেশের তারকা শিল্পীদের গাওয়া বিভিন্ন জনপ্রিয় গান। কার্নিভালের অংশ হিসেবে প্রতিদিনই মুক্তি পাবে বিভিন্ন গান ও অ্যালবাম। এছাড়া প্রতিদিন খ্যাতিমান দশ শিল্পীর জনপ্রিয় গানের প্লেলিস্টও পরিবেশন করবে অ্যাপটি। নতুন গান মুক্তির পাশাপাশি গান বাংলা চ্যানেলের ঈদের সঙ্গীতানুষ্ঠান ‘উইন্ড অব চেঞ্জ’র দ্বিতীয় পর্বের পৃষ্ঠপোষকতা করবে রবি-ইয়ন্ডার মিউজিক। জনপ্রিয় বাংলা গানগুলোতে পশ্চিমা গানের আবহ যোগ করে বাংলা গানে এক নতুন ঘরানা তৈরি করেছে ‘উইন্ড অব চেঞ্জ’। ঈদের প্রথম তিন দিন সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি। রবি-ইয়ন্ডার মিউজিক অ্যাপে ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে বালামের সর্বশেষ অ্যালবাম ‘গল্পের শহর’র ‘প্রেমে পড়েছি’ গানটি। এর মাধ্যমে বালামের আগামী অ্যালবামের একটি গান অগ্রীম শুনতে পাবেন তার ভক্তরা। একই দিনে মাইলস’র জনপ্রিয় গানের প্লেলিস্টও পরিবেশন করা হয়েছে এই অ্যাপটিতে। ৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে এলিটার নতুন অ্যালবাম ‘চলো উৎসবে’। অ্যালবামটিতে রয়েছে খুঁটিনাটি খুনসুটি, রাধার গান, সেই পূর্ণিমা রাতেসহ আরো ৩টি গান। একই দিন থেকে অ্যাপটিতে হৃদয় খানের নতুন অ্যালবাম ‘মেয়ে’ থেকে ‘ছেড়ো না’ গানটি শুনতে পাবেন শ্রোতারা। হৃদয় খানের একক চতুর্থ অ্যালবামটি মুক্তির আগেই গানটি শুনতে পাবেন শ্রোতারা। অ্যাপটিতে শিল্পী কণার প্লেলিস্টও পাবেন শ্রোতারা। ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে প্রীতম হাসানের ‘মুখোশ’ গানটি। এটি তার প্রকাশিতব্য ‘মুখোশ’ অ্যালবাম থেকে নেয়া। গাঙচিল’র ব্যানারে মুক্তি পাবে অ্যালবামটি। অ্যালবামটি সম্পর্কে প্রীতম বলেন, ’৯০-এর দশকের ‘রেট্রো পপ’ সুরের আবহ পাওয়া যাবে গানটিতে।’ অন্যদিকে ১২ বছর পর ওয়্যার ফেজের সাবেক সদস্য মিজানের অ্যালবাম মুক্তি পাবে রবি ইয়োন্ডার মিউজিক অ্যাপটিতে। সিএমভি’র ব্যানারে মুক্তি পাওয়া অ্যালবামটির নাম ‘অন্য গ্রহের মানুষ’। ১০ সেপ্টেম্বর মুক্তি পাবে প্রেটিউনস’র ব্যানারে গাওয়া পান্থ কানাইয়ের ‘নদীর জলে’ গানটি। একই দিনে হাবিবের প্লেলিস্টও শুনতে পাবেন শোতারা। ১১ সেপ্টেম্বর মুক্তি পাবে হাবিবের সাম্প্রতিক অ্যালবাম ‘তোমার ঠিকানায়- ২’ থেকে নেয়া ‘অজানা পথ’ গানটি। এবারই প্রথম হাবিব নিজের গানের কথা নিজেই লিখেছেন। একই দিনে মিনারের প্রথম রোমান্টিক সফট গান ‘কি করি’ মুক্তি পাবে অ্যাপটিতে। তার পরবর্তী অ্যালবাম ‘কি করি’ মুক্তি পাবার আগেই গানটি শুনতে পাবেন শ্রোতারা। এছাড়া একই দিনে অ্যাপটিতে বাপ্পা মজুমদারের প্লেলিস্টও পাবেন তার ভক্তরা। ১২ সেপ্টেম্বর অ্যাপটিতে ইউ ফ্যাক্টর’র ব্যানারে এবং ফুয়াদের ফিচারিংয়ে কোনালের সর্বশেষ ‘মন’ গানটি মুক্তি পাবে। যারা ভালবেসে প্রতারিত হয়েছেন তাদের উদ্দেশে উৎসর্গ করা হয়েছে গানটি। একই দিনে চিরকুটের প্লেলিস্টও অ্যাপটিতে পাওয়া যাবে। ১৩ সেপ্টেম্বর ইউ ফ্যাক্টরের ব্যানারে কুমার বিশ্বজিতের সর্বশেষ গান ‘মানুষ হতে গিয়ে’ এবং ন্যান্সির ‘নদী আমার’ মুক্তি পাবে। এলিটার প্লেলিস্টও সেদিন থেকে অ্যাপটিতে উপভোগ করতে পারবেন শ্রোতারা। বেলাল খানের সর্বশেষ আ্যালবাম ‘প্রেমানুভূতি’ মুক্তি পাবে ১৪ সেপ্টেম্বর। সিএমভি’র ব্যানারে অ্যালবামটি করা হয়েছে। তার সাম্প্রতিক ‘আল্লাহু আল্লাহু’র জনপ্রিয়তার পর এবারের অ্যালবামে ‘চল না’, ‘দু’চোখে’ এবং ‘ভিতর-বাহির’ শিরোনামে দারুণ কিছু গান রয়েছে। একই দিনে ঈগল মিউজিক’র ব্যানারে মৌমিতা তাসরিন নদী’র ‘বলবো না আর কোনোদিন’ অ্যালবামের ‘বলবো না আর কোনোদিন’ শিরোনামের গানটি মুক্তি পাবে। এছাড়া ১৪ সেপ্টেম্বরে নেমেসিসের প্লেলিস্টও পাওয়া যাবে অ্যাপটিতে। সুরাঞ্জলী’র ব্যানারে ইলিয়াস হোসেনের সাম্প্রতিক অ্যালবাম ‘ছুঁয়ে দিও’ মুক্তি পাবে ১৫ সেপ্টেম্বর। এছাড়া একই দিনে সাউন্ডটেক’র ব্যানারে নীলা নাজের সর্বশেষ ‘তুমি দিলে তাই’ গানটি মুক্তি পাবে। বালামের প্লেলিস্টও একই দিনে পাওয়া যাবে অ্যাপটিতে। ন্যান্সির আরেকটি গান ‘নদী আমার’ মুক্তি পাবে ১৬ সেপ্টেম্বর। একই দিনে অ্যাপটিতে শূন্য’র প্লেলিস্টও যোগ হবে। বর্ণিল এই ঈদ আয়াজনের বিস্তারিত জানতেwww.facebook.com/yondermusicbd লিঙ্কে ভিজিট করতে পারেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন