শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

রতন কুমারের প্রথম মিউজিক ভিডিও হাসি

প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ২০১৪ সালে ভালবাসা দিবসে সঙ্গীতার ব্যানারে প্রথম রিলিজ হয় সঙ্গীতশিল্পী রতন কুমারের ১২টি গানের একক অ্যালবাম, ‘দিওনা আমায় ফিরিয়ে’। ১০টি গানেরই কথা ও সুর শিল্পী নিজেই করেন। সম্প্রতি ইউটুবে লেভেল : সঙ্গীতা মিউজিকে রিলিজ হয় তার লেখা, সুর করা ও গাওয়া ‘হাসি’ শিরোণামের একটি মিউজিক ভিডিও। উত্তরা ও এয়ারপোর্টের বিভিন্ন লোকেশনে তৈরি হয় গানটির ভিডিও চিত্র। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন মেহেদী। একস্টিক বাঁশিতে ছিলেন শহীদ, গীটারে তমাল। গানটিতে মডেলিং করেছেন শিল্পী নিজে এবং রুপু। পরিচালনা করেছেন ইমন ও নীলয়। এটি রতন কুমারের প্রথম মিউজিক ভিডিও। গানটি রিলিজ হওয়ার পর বেশ সাড়া পাচ্ছেন বলে জানান রতন কুমার। পাশাপাশি আরো মিউজিক ভিডিও করবেন বলে জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন