শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদে ড্রিম মাল্টিমিডিয়ার দুই নাটক

প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ঈদে প্রযোজনা সংস্থা ড্রিম মাল্টিমিডিয়া বেশকিছু নাটক নির্মাণ করেছে। এরইমধ্যে তারা দুটি নাটকের দৃশ্যধারনের কাজ শেষ করেছেন। নাটক দুটির মধ্যে একটি আশিক মাহমুদ রনি পরিচালিত ‘অতঃপর ভালোবাসা’ এবং সঞ্জীব সাহা সঞ্জুর ‘ফেরা’। দুটি নাটকের মূল গল্প ও ভাবনা রচনা করেছেন জাহাঙ্গীর হোসেন বাবর। ‘অতঃপর ভালোবাসা’ নাটকে অভিনয় করেছেন আদনান ফারুক হিল্লোল, দীপা খন্দকার, ¯েœহা আয়েশা, অনন্যা সরকার, রাফাত, প্রেমা প্রমুখ। রোমান্টিক এ নাটকটি ঈদের আগের দিন এটিএন বাংলায় ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে। অন্যদিকে ‘ফেরা’ নাটকটিতে মা ও মেয়ের কাহিনী তুলে ধরেছেন পরিচালক। এ নাটকে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, সানজিদা তন্ময়, বাবর, শাহজাহান স¤্রাট, শিমু আহমেদ, সিরাজুল ইসলাম, সুজাত, শওকত আলী রানা, ফারজানা মিথিয়া প্রমুখ। নাটকটি ঈদের অষ্টম দিন আরটিভিতে রাত ১০টায় প্রচার হবে। নাটক দুটি নিয়ে নির্বাহী প্রযোজক ইমরান নূর রফি বলেন, দর্শকের চাহিদার পাশাপাশি দেশীয় সংস্কৃতির উন্নয়নে ড্রিম মাল্টিমিডিয়া কাজ করছে। ঈদের পর আরও কিছু নাটকের কাজ আমরা হাতে নিচ্ছি। আশা করি, ভিন্নধর্মী এ কাজগুলো দর্শক পছন্দ করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন