শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ নিয়ে বিতর্ক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২১, ১২:০৭ এএম

মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়াকে নিয়ে বরাবরই প্রশ্ন ওঠে। তার নানা ত্রুটি-বিচ্যুতি নিয়ে বিতর্ক হয়। এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতা ২০২০ আসরে চ্যাম্পিয়ন তানজিয়া জামান মিথিলাকে নিয়েও বিতর্ক উঠেছে। অভিযোগ উঠেছে মিথিলা প্রতিযোগিতায় নিজের বয়স লুকিয়েছেন। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী এবার বয়স সীমা ছিল ২৮ বছর। এর বেশি হলে কেউ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। মিথিলার মাধ্যমিক পরীক্ষার সনদে দেখা গেছে, তার জন্মতারিখ ৩১ জানুয়ারি ১৯৯২। তিনি ২০০৭ সালে যশোর শিক্ষাবোর্ড থেকে মানবিক বিভাগে এসএসসি পাস করেছেন। শিক্ষা সনদের তারিখ হিসাবে ২০২১ সাল অনুযায়ী, মিথিলার বয়স ২৯ বছরে পরেছে। আর প্রতিযোগিতার বছর এবং গ্র্যান্ড ফিনালের তারিখ ধরা হলে মিথিলার বয়স দাঁড়ায় ২৮ বছর ২ মাস। মিথিলার বয়স লুকোচুরি নিয়ে মিস ইউনিভার্স বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর শফিকুল ইসলাম বলেন, মিথিলা যে ডকুমেন্টস দিয়েছে তার সঙ্গে আমরা বয়সের পার্থক্য পাচ্ছি। আমরা জাস্টিফাই করছি কোনটা অথেনটিক। লকডাউন হয়ে যাওয়ায় একটু সময় লাগছে। মিথিলার বয়সের ব্যাপারে গ্র্যান্ড ফিনালে শেষ হওয়ার পর আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে। ইতোমধ্যে তার কাছ থেকে আমরা আরও ডকুমেন্টস চেয়েছি। যদি মিথিলা বয়স প্রমাণে ব্যর্থ হয় তাহলে মিস ইউনিভার্সের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এদিকে প্রতিযোগিতা চলাকালীন অন্য প্রতিযোগীদের সঙ্গে মিথিলা অসদাচরণ করতেন বলে অভিযোগ উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিযোগী বলেছেন, মিথিলা আমাদের সঙ্গে বাজে আচরণ করত। বিভিন্নভাবে হয়রানি করত। প্রতিযোগিতায় আসা মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করত, বিভিন্নভাবে হুমকি দিত। মিথিলার আয় নিয়েও প্রশ্ন তুলেছেন ওই প্রতিযোগী। তার ভাষায়, একজন মডেল কত ইনকাম করতে পারে সেটা আপনারা, আমরা জানি। কিন্তু মিথিলার ইনকাম সোর্স কি? কিছুদিন পর পর সে দুবাই যাচ্ছে। শুনলাম অডি গাড়িও কিনেছে। কীভাবে পারে এগুলো? উল্লেখ্য, শোবিজে মিথিলা মডেল হিসেবে পরিচিত। অভিনয় করেছেন রোহিঙ্গা নামে একটি সিনেমায়। এছাড়া ২০১৯ সালে এশিয়া মডেল ফেস্টিভ্যাল আর মিস সুপ্রান্যাশনালে অংশ নিয়েছিলেন তিনি। উল্লেখ্য, গত শনিবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে মিথিলার মাথায় মুকুট পরিয়ে দেন বলিউড অভিনেত্রী ও মডেল চিত্রাঙ্গদা সিং। আগামী ৭ মে যুক্তরাষ্ট্রে মিস ইউনিভার্স-এর মূল পর্বে অংশগ্রহণ করতে যাওয়ার কথা রয়েছে তার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন