শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কার জিতেছে বাংলাদেশি তরুণীর তৈরি তথ্যচিত্র

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২১, ৩:১৩ পিএম

ওআইসি ইয়ুথ ফোরাম আয়োজিত ‘হ্যারিটেজ মিনিটস শর্ট ভিডিও কনটেস্ট’-এ দ্বিতীয় স্থান লাভ করেছে স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র ‘ডিয়ার মুজিজা’। ইতিহাস-ঐতিহ্যের উপর স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্রটি নির্মাণ করেছেন বাংলাদেশের শারমিন চৌধুরী। ‘ডিয়ার মুজিজা’ তথ্যচিত্রটির নির্মাতা শারমিন চৌধুরী জানিয়েছেন, কনটেস্টে অংশ নিতে বিশ্বের ৫৭ দেশ থেকে ভিডিও জমা পড়ে। সেখান থেকে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুটি ভিডিও।

বিশ্বের এতগুলো দেশের ভেতরে ২য় স্থান অর্জনের অনুভূতি প্রকাশ করে শারমিন চৌধুরী বলেন, আমি সবসময় চেয়েছি আমার ইতিহাস ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরতে। তাই আমি নতুন প্রজন্মকে নিয়ে এসেছি আমার ঐতিহ্যের সাথে পরিচিত করিয়ে দেয়ার জন্য। যার ফলে আমি গল্পটাও সেভাবে সাজিয়েছিলাম। এবং মজার বিষয় হল কন্টেস্টের সম্মানিত জুরি বোর্ড আমার গল্প বলার ধরণ নিয়ে প্রশংসা করেছেন। কারণ এভাবে গল্প বলার ধরনে আর কোন কন্টেন্ট জমা পড়েনি বলেও তারা জানান।

জুরিবোর্ডে থাকা টিআরটি ওয়ার্ল্ডের উপ-গবেষক এলিফ জেইম বলেছেন, শারমিন চৌধুরী তার তথ্যচিত্রে তার কন্যাকে পরামর্শ দেয়ার মাধ্যমে আগামী প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে ভালোভাবে যুক্ত করতে পেরেছেন। তার নির্মিত তিন মিনিটের তথ্যচিত্রটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

ইতিহাস-ঐতিহ্যের উপর তথ্যচিত্র নির্মাণের বিষয়ে শারমিন চৌধুরী বলেন, এসব আমাদের আগামীর পথ চলার পাথেয়। আগামী প্রজন্মের কাছে পূর্বপুরুষদের পরিচয় করানোর জন্য সুলতানি আমলের অনন্য স্থাপত্যশৈলী বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের উপর তথ্যচিত্র নির্মাণ করা হয়েছিল। তথ্যচিত্রে আমার ছয় মাসের মেয়েকে কেন্দ্রীয়ভাবে উপস্থাপন করার জন্য নাম দেয়া হয় ‘ডিয়ার মুজিজা’।

এবার বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের জন্য বিজয়ীদের নাম অনলাইনে ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতায় সেরা পাঁচ বিজয়ীকে পুরস্কার প্রদান করা হবে। প্রথম পুরস্কার হিসেবে থাকছে এক হাজার মার্কিন ডলার, দ্বিতীয় পুরস্কার ৭৫০ মার্কিন ডলার এবং সঙ্গে সনদ। সেদিক থেকে বাংলাদেশের শারমিন চৌধুরী দ্বিতীয় স্থান অধিকার করায় পাবেন ৭৫০ মার্কিন ডলার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন