শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মেঘনায় অবাধে জাটকা নিধন

সরকার আদম আলী, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২১, ১২:০৪ এএম

নরসিংদীর মেঘনায় অবাধে চলছে জাটকা নিধন। ভৈরব সংলগ্ন চাঁনপুর এলাকা থেকে গোপালদী এলাকা পর্যন্ত দীর্ঘ প্রায় ৪৫ কিলোমিটার মেঘনায় এই জাটকা নিধনের মহোৎসব চলছে। অবৈধ জাটকা শিকারিরা নরসিংদীর চাঁদপুর এলাকা নবীনগরের সলিমগঞ্জ আলোকবালীর মাধবপুর, মুরাদনগর, বাঞ্ছারামপুরের মরিচাকান্দি করিমপুর, জিতরামপুর, ও পাইকারচর এলাকার মেঘনায় প্রতিদিন শত শত জাল পেতে অবাধে ধরছে জাটকা। আর এসব জাটকা বিক্রি হচ্ছে নরসিংদী, রায়পুরা, মাধবদী এলাকার বিভিন্ন বাজারে। নরসিংদী বড় বাজার, ব্রাহ্মন্দী নয়াবাজার, হাজিপুর বউবাজার, সাটিরপাড়া, শাপলাচত্বর, বাশাইল, ভেলানগর, শিবপুরের পুটিয়া, ইটাখোলা, শাহেপ্রতাপ ও পাঁচদোনা, শেখেরচর, খড়িয়া, হাতিরদিয়া, মনোহরদী, পাইকারচর বাজারে। প্রতিদিন সকাল থেকে সারাদিন এসব বাজার সমূহে জেলেরা জাটকা বিক্রি করছে। অসাধু মাছ বিক্রেতারা শত শত কেজি জাটকা ড্রামে করে এনে থালা ভর্তি করে বিক্রি করছে।
বেসরকারি পরিসংখ্যান মতে, নরসিংদীর মেঘনা থেকে প্রতিদিন কয়েক শত টন জাটকা শিকার ও বিক্রি করা হচ্ছে। জেলা প্রশাসনের নির্দেশে মাঝে মাঝে নরসিংদীর মেঘনায় মোবাইল কোর্ট পরিচালনা করে জাটকা শিকারীদের জাল আটক গ্রেফতার এবং জরিমানা করা হলেও সামগ্রিকভাবে ব্যাপক অভিযান না থাকায় জাটকা নিধন কোনক্রমেই বন্ধ হচ্ছে না। নরসিংদী জেলা মৎস্য বিভাগের অফিস শহর থেকে ৫/৬ কিলোমিটার দূরে থাকায় তাদের সাথে কোনরকম যোগাযোগ করা যাচ্ছে না। নরসিংদী সদর মৎস্য অফিস বাজারগুলোতে নিয়মিত টহল দিচ্ছে না। ব্রাহ্মন্দী নয়াবাজারের কয়েকজন মাছ ক্রেতা ও বিক্রেতা জানিয়েছে, বলাই চন্দ্র দাস নামে মাছ ব্যবসায়ী ব্রাহ্মন্দী নয়াবাজারে জাটকা বিক্রি করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন