শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বগুড়ায় করোনায় মৃত ১ শনাক্ত ১১৯

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২১, ৬:৫৪ পিএম

বগুড়ায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় জেলায় ৪১২টি নমুনার ফলাফলে নতুন করে ১১৯ জন করোনায় শনাক্ত হয়েছেন। গত এক মাসের মধ্যে এটি সর্বোচ্চ।
আক্রান্তের হার ২৮ দশমিক ৮৮শতাংশ। এদিকে করোনায় আক্রান্ত হয়ে শাহীনুর আকন্দ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বগুড়া শহরের জয়পুরপাড়ার বাসিন্দা শাহীনুর শনিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন।

নতুন আক্রান্ত ১১৯ জনের মধ্যে সদরের ১১৪ জন, শেরপুরের ২জন বাকি ৩জন নন্দীগ্রাম, গাবতলী ও শাজাহানপুরের বাসিন্দা। রোববার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

এছাড়া ডা. তুহিন জানান, ১০ এপ্রিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবে ৪০৭টি নমুনায় ১১৭ জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস এ ১২ নমুনায় ২জনের পজিটিভ এসেছে।

তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১০ হাজার ৯০৬ জন এবং সুস্থতার সংখ্যা ৯ হাজার ৯২৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৬৮ জনে ঠেকেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন