বগুড়ার শাজাহানপুর উপজেলার ৯ মাইল বন্দর এলাকায় ৫ তলা বিশিষ্ট জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার দুপুরে ৯ মাইল বাসস্ট্যান্ডের পশ্চিম পার্শ্বে ৯ মাইল হাট জামে মসজিদে প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। এতে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল বাশার সভাপতিত্বে উপস্থিত ছিলেন আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান,সাবেক চেয়ারম্যান তছলিম উদ্দিন,আড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্টু, মসজিদ কমিটির উপদেষ্টা আলহাজ্ব আবুল খায়ের,আব্দুর রহিম,সহ-সভাপতি হুমায়ূন কবির দুলু,সাধারণ সম্পাদক খোরশেদ আলম,মসজিদে খতিব মাও রফিকুল ইসলাম,যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, শাহাদাত হোসেন,আলহাজ্ব দেলোয়ার হোসেন, রঞ্জু আলম,শহিদুল ইসলাম, খান জাহান আলী,কোষাধ্যক্ষ নুর আলম,জয়নাল আবেদীন,শাহআলম,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুস সাকিব প্রমুখ ।
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে দোয়া পরিচালনা করেন বগুড়া জামিল মাদ্রাসার হাফেজ মাও আব্দুল মুজির।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন