শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এলভিস প্রেসলি আর ফ্র্যাঙ্ক সিনাত্রা আমাকে পরস্পরবিরোধী পরামর্শ দিয়েছেন : টম জোন্স

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

গায়ক টম জোন্স জানিয়েছেন ক্যারিয়ারের শুরুতে দুই সঙ্গীত কিংবদন্তী এলভিস প্রেসলি এবং ফ্র্যাঙ্ক সিনাত্রা তাকে পরস্পরবিরোধী পরামর্শ দিয়ে বিভ্রমে ফেলে দিয়েছিলেন। ‘এলভিস প্রেসলি আমাকে বেশি বেশি রক অ্যান্ড রোল সুরে গাইবার পরামর্শ দিয়েছিলেন অন্যদিকে ফ্র্যাঙ্ক সিনাত্রা আমাকে তার মত ‘ফ্লাই মি টু দ্য মুন’ ধারার গান গাইবার পরামর্শ দেন। একজন গায়ক হিসেবে এটি খুব মন্দ অবস্থা নয়, তাই না?’ মিউজিক উইককে দেয়া এক সাক্ষাতকারে জোন্স বলেন। তবে তিনি জানান, তারা দুজনই ছিলেন বিনয়ী মানুষ । ‘আমার সঙ্গী যত মানুষের পরিচয় হয়েছে তার মধ্যে তারা দুজন ছিলেন বড় মনের আর বিনয়ী। এলভিস এমন একজন বিনয়ী মানুষ যার তুলনা নেই। স্যামি ডেভিস জুনিয়র ছিলন অসাধারণ, ফ্র্যাঙ্ক সিনাত্রা ছিলেন প্রকৃত মানুষ। এমন মানুষ অনেক দেখা যায় যারা ফ্র্যাঙ্ক সিনাত্রার নকল বা এলভিস প্রেসলির মত তারা সবাই পরামর্শ দিতে চাইবে, তবে কিনা তারা কাউকে না কাউকে নকল করছে, তব আসল মানুষরা অবিশ্বাস্য’ জোন্স বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন