বিনোদন ডেস্ক: এবারের ঈদে জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব অভিনীতি ২১টি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। নাটকগুলোতে তাকে গতানুগতিক চরিত্রের বাইরে ভিন্ন কিছু চরিত্রে দেখা যাবে। ডি এ তায়েব আশা করছেন, তার অভিনীত নাটকগুলো দর্শক উপভোগ করবেন। কারণ এগুলোর গল্প ও চরিত্রগুলো একটু ভিন্ন ধরনের। নটকগুলোর মধ্যে রয়েছে আর যেন না হয় দেখা, ভূত অদ্ভূত, একটি গোছানো গল্পের করুণ সমাপ্তি, শুধুই টুনটুনির জন্য, ম্যারেজ ডে, সাগর পাড়ের মেয়েটি, জোয়ার ভাঁটা, যদি লাইগা যায়, লুকোচুরি, অবশেষে দুলাভাই, শ^শুর বাড়ি মধুর হাড়ি, একটি চোরের আত্মকাহিনী, ভোকাস, জামাই শ^শুর, চারবিবি, চড়–ই পাখি, চারবিবি চমৎকার এবং পাগল প্রেমিক। নাটকগুলো বাংলাদেশের প্রথম সারির নাট্যনির্মাতারা নির্মাণ করেছেন। শূটিং হয়েছে কক্সবাজারসহ দেশের বিভিন্ন মনোরম লোকেশনে। ডি এ তায়েব দর্শকের উদ্দেশে বলেন, বাংলা চ্যানেল দেখেন, বাংলা নাটক দেখেন, তাহলেই আমাদের এই কষ্ট সার্থক হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন