শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

লাকী আখন্দের গানের মিউজিক ভিডিও প্রকাশ করেছে প্রাণ

প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : কিংবদন্তি শিল্পী লাকী আখন্দের জনপ্রিয় তিনটি গানের মিউজিক ভিডিও নিয়ে আসছে প্রাণ। মিউজিক ভিডিওগুলো গত ৭ সেপ্টেম্বর হতে ইউটিউব চ্যানেল চজঅঘ ঝহধপশং ঞরসব এ প্রকাশ করা হয়েছে। লাকী আখন্দের গাওয়া জনপ্রিয় গানগুলো হচ্ছে আবার এলো যে সন্ধ্যা, আমায় ডেকো না ও আগে যদি জানতাম। গানগুলোর নতুন সংগীতায়োজনের পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন ‘জেলখানার চিঠি’ খ্যাত গায়ক লিমন। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা রেদওয়ান রনি। ভিডিও তিনটিতে মডেল হয়েছেন এ সময়ের জনপ্রিয় টিভি অভিনয় শিল্পী অগ্নিœলা, আজাদ, নাজিফা তুষি, রাজ ও সৌমিক। সম্প্রতি লাকী আখন্দের সাথে প্রাণ ফুডস লিমিটেডের এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে প্রাণ-আরএফএল গ্রæপের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ সময় প্রাণ ফুডসের চিফ অপারেটিং অফিসার সাইফুল ইসলাম শিকদার, হেড অফ মার্কেটিং আলী হাসান আলম, প্রাণ-আরএফএল গ্রæপের হেড অফ ডিজিটাল মিডিয়া আজিম হোসাইন, নির্মাতা রেদওয়ান রনি, শিল্পী লিমন ও কুল এক্সপোজারের সিইও এরশাদুল হক টিংকু উপস্থিত ছিলেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এ শিল্পী ফুসফুস ক্যান্সারের চিকিৎসা নিতে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন। আলী হাসান জানান, ‘লাকী আখন্দ বাংলাদেশের সম্পদ। প্রবীণ এ শিল্পীর চিকিৎসা সহায়তার জন্য পাশে দাঁড়িয়েছে প্রাণ ফুডস। এ প্রসঙ্গে আজিম হোসাইন বলেন, ‘লাকী আখন্দের সৃষ্টিগুলোকে সঠিকভাবে সংরক্ষণ ও তার গানগুলোকে নতুন প্রজন্মের কাছে বিশেষভাবে উপস্থাপনের ব্যবস্থা করবে প্রাণ। রেদওয়ান রনি বলেন, এটা আমার প্রথম মিউজিক ভিডিও। আশা করি গানগুলোর মতো এর ভিডিও চিত্রগুলোও শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন