বিনোদন ডেস্ক : নিজের প্রথম একক অ্যালবাম ‘ছায়াবাজির পর আপাতত আর নতুন একক অ্যালবাম নিয়ে কোন পরিকল্পনা নেই সঙ্গীতশিল্পী লুইপার। যে কারণে নিয়মিত স্টেজ শো, টিভি লাইভ শো, মিক্সড অ্যালবামে গান গাওয়া এবং উপস্থাপনার বাইরে একক অ্যালবাম নিয়ে আপাতত কোন পরিকল্পনা নেই তার। তবে এবারের ঈদে লুইপাকে নতুন দুটি গান নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হতে দেখা যাবে। প্রথমবারের মতো লুইপা গান গেয়েছেন আরিফিন রুমীর সঙ্গে। আনজাম মাসুদের উপস্থাপনায় ‘পরিবর্তন’ ম্যাগাজিন অনুষ্ঠানে ‘ভালোবাসি ভালোবাসি’ গানটি পরিবেশন করতে দেখা যাবে আরিফিন রুমী ও লুইপাকে। গানটির সুর সঙ্গীত করেছেন আরিফিন রুমী, লিখেছেন ইকবাল খন্দকার। ‘পরিবর্তন’ প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর। এছাড়া আসছে ঈদে শোয়েব’র একক অ্যালবামে থাকছে শোয়েব’র সঙ্গে একটি দ্বৈত গান। শোয়েব-লুইপার সঙ্গেই একটি দ্বৈত গান রেখেছেন তার অ্যালবামে। নতুন দুটি দ্বৈত গান নিয়ে লুইপা বলেন,‘ শুরুতেই কৃতজ্ঞতা জানাই আনজাম মাসুদ ভাইয়াকে। সেই সাথে অনেক কৃতজ্ঞতা শোয়েব ভাই এবং আরিফিন রুমী ভাইয়ার প্রতি। কারণ তারা আমাকে তাদের সঙ্গে নতুন দুটি গানে গাইবার সুযোগ করে দিয়েছেন। দুটি গানই খুব চমৎকার হয়েছে। গানের কথা, সুর অনেক ভালো লেগেছে আমার। আশাকরি শ্রোতাদেরও ভালো লাগবে।’ এদিকে এরইমধ্যে তৃতীয়বারের মতো প্লে-ব্যাকে কণ্ঠ দিয়েছেন লুইপা। ছটকু আহমেদ’র ‘দলিল’ সিনেমার ‘মরদ’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন লুইপা। এ মিজানের লেখা এ গানে তার সহশিল্পী রাজীব। এদিকে মন’র কথায় ও সুর সঙ্গীতে লুইপা নতুন একটি মৌলিক গানে কণ্ঠ দিবেন শিগগিরই। গানের কথা হচ্ছে ‘হৃদয়ও নিবিড়ে সে লুকায়’। এদিকে একটি স্যাটেলাইট চ্যানেলে লুইপা গত মাস থেকে আবারো উপস্থাপনা শুরু করেছেন। তার নতুন এই অনুষ্ঠানের নাম ‘সুরে সুরে গানে গানে’। এর আগে ‘সেরাকণ্ঠ’ তারকা লুইপা চ্যানেল আই’র ‘গানে গানে সকাল শুরু’ এবং ‘আহŸান’ অনুষ্ঠানের উপস্থাপনা করতেন। লুইপা সর্বশেষ ‘ক্রাইম রোড’ সিনেমায় প্লে-ব্যাক করেছিলেন। বর্তমানে এই সিনেমার শুটিং চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন