শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বামনায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

বামনা (বরগুনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২১, ৫:০৯ পিএম

বরগুনার বামনা উপজেলার খোলপটুয়া বাজার সংলগ্ন মেইন সড়কের পাশে মাছের ঘের হইতে অজ্ঞাত ৫০ উর্দ্ধ এক নারীর লাশ উদ্ধার করেছে বামনা থানা পুলিশ।

জানা যায় গতকাল সোমবার সকালে এলাকার লোকজন মাছের ঘেরের মধ্যে ওই নারীর লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনা স্থল থেকে নারীর লাশ উদ্ধার করে। অজ্ঞাত নারীর পড়নে কাপড় ছায়া, ব্লাউজ ও পায়ে প্লাস্টিকের জুতা ছিল ।
স্থানীয় আলতাফ চৌধুরী জানান, মহিলাটিকে গত দুই দিন ধরে বাজারে হাটাহাটি করতে দেখেছি এবং গতকাল এক দোকান থেকে খাবার ও কিনেছে। আমার মনে হয় তিনি ভারসাম্যহীন ছিলেন।
বামনা থানার অফিসার ইন চার্জ মোঃ হাবিবুর রহমান জানান, লাশের সুরাতাল শেষে ময়না তদন্তের জন্য বরগুনার মর্গে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন