শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এবার হাসপাতালে ভর্তি কবরীর ছেলে শাকের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২১, ৭:১৬ পিএম

দুদিন হলো অভিনেত্রী ও রাজনীতিক সারাহ বেগম কবরী মারা গেলেন আর আজ তার ছেলে শাকের চিশতী করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে তিনি ভর্তি হন বলে জানা যায়। রোববার রাত থেকে শাকের চিশতীর জ্বর। খাবারের স্বাদ-গন্ধ পাচ্ছেন না তিনি। অক্সিজেন স্যাচুরেশনও কমে আসে। শাকের চিশতী দ্রুত চিকিৎসকের সঙ্গে কথা বলেন। ছুটে যান একটি সরকারি হাসপাতালে।

করোনার পরীক্ষা শেষে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। এরআগে, করোনা আক্রান্ত মাকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়াদৌড়ি করেন শাকের। বন্ধু ও স্বজনদের নিয়ে মা কবরীর শেষবিদায়ের কাজটিও সম্পন্ন করেন। এর দুইদিন পর করোনার উপসর্গ দেখা দেয় তার। শাকের গণমাধ্যমে জানান, তার বুকের সিটিস্ক্যান করা হয়েছে। সিটিস্ক্যানের সেই রিপোর্ট এখনও হাতে পাননি। গত ৫ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে বাংলা চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’ কবরী রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি ঘটলে ৮ এপ্রিল তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ১৭ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে সেখানেই মারা যান কবরী। পাঁচ ছেলের মধ্যে বড় তিন ছেলে দেশের বাইরে এবং ছোট ছেলের অটিজমের সমস্যা থাকায় মাকে দেখার দায়িত্ব পড়েছিল শাকের চিশতীর ওপর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন